বরিশাল-ভোলা সড়কে বাস খাদে পড়ে ৫ যাত্রী আহত

বরিশাল-ভোলা সড়কে বাস খাদে পড়ে ৫ যাত্রী আহত


বরিশাল-ভোলা সড়কে একটি বাস খাদে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট সংলগ্ন সোমরাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী জাহাঙ্গীর আলম জানান, যশোর থেকে ভোলাগামী আবদুল্লাহ পরিবহণের একটি বাস গতকাল ভোরে সোমরাজী এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ২৭ জন যাত্রীর মধ্যে ৫ জন আহত হয়। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই সড়কের উন্নয়নকাজ চলছে। এ অবস্থায় বৃষ্টিপাতে সড়ক পিচ্ছিল হয়ে বাসটি খাদে পড়ে যায়। আহত ৫ জনের মধ্যে একজনের পা ভেঙে গেছে। অন্যরা সামান্য আহত হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।